Adbox
ads

Ads

ads
Powered by Blogger.

Search This Blog

LightBlog

Tuesday, October 26, 2021

ভালোবাসলেই ভালো থাকা যায় না

 ভালোবাসলেই ভালো থাকা যায় না

এ কথা বুঝেছিলাম সেদিন

যেদিন তুমি জিজ্ঞেস করলে-

এখন কেমন আছি?

আর সূক্ষ্ণপ্রেমে জ্বালা বেশি

এ কথা আমাদের ইজ্জত আলী

বহু আগেই বলেছিলো।

বড়প্রেম শুধু কাছেই টানে না

কখনো কখনো দূরে ঠেলে দেয়

মনীষীদের এ কথার প্রমাণ মিললো

তোমাকে একজীবন ভালোবাসার পর।

আমি এখন ভালোবাসার 

সাংকেতিক অভিব্যক্তি বুঝতে পারি না...

তুমি যখন জিজ্ঞেস করতে- খেয়েছি কি না?

আমি বুঝে নিতাম তুমি অনেক যত্নশীল।

এখন কেউ তা জিজ্ঞেস করলে 

আমি বুঝে নিই- 

আসলে সে খুব ক্ষুধার্ত,খেতে চাইছে।

তুমি যখন বলতে ঠোঁট ফেটেছে 

আমি বুঝে নিতাম চুম্বন চাইছো,

এখন অনুরূপ বললে বুঝে নিই

আসলে তোমার কসমেটিক্স দরকার।

এভাবেই ভালোবাসার অভিব্যক্তিগুলো

পরিবর্তিত হতে হতে একসময় ভালোবাসা আর ভালোবাসার জায়গায় থাকে না,

ভালোবাসার শান্তিগঞ্জে এখন আর শান্তি নেই

ওই গঞ্জে এখন খদ্দেরের আনাগোনা

এখন আর ভালোবাসলেই -

ভালো থাকা যায় না।

# ভালোবাসলেই ভালো থাকা যায় না

আলী মুহম্মদ ফরহাদ

No comments:

Post a Comment

LightBlog
LightBlog